কি বিভূষণে যে
সাজাব তোমায় প্রিয়ে
...........................অরুণ
কারফা
কি বিভূষণে যে
সাজাব তোমায় প্রিয়ে
সোনা দানা রুপো
কিছুই নেই যা দিয়ে
মন পেতে পারে
এই অভাগা তোমার
প্রকৃত অর্থেই যা
দেবে শান্তি অপার।
নেই সে কোকিলের
মত কণ্ঠ সুরেলা
যা শুনে বিমোহিত হয় কত না বালা
অথবা পলাশের মত
আগুনে রূপ
যা দিয়ে ঢেকে
যায় দানবের স্বরূপ।
থাকত যদি স্বরস্বতীর দান আর
কিছু না হলেও সামান্য জ্ঞান ভাণ্ডার
প্রিয়ে, তাতেই যে তুলে মাথায় না জানি
রাখতাম তোমায় বানিয়ে
রাজরানী।
এখন যখন নেই
কিছুই দেবার
কল্পনাতেই আঁকি
জলছবি তোমার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন