শনিবার, ডিসেম্বর ২১, ২০১৩

ঐ দেখ ঐ বলাকারা যারা

লিখেছেন : অরুণ কারফা

ঐ দেখ ঐ বলাকারা যারা
দিগন্তে যায় ফিরে
ভালবাসা রয়েছে হৃদয়ে এখনো
বেহিসেবী খরচ করে 

কোথা হতে পায় এত ভালবাসা
বিলিয়েও সারাটা দিন
ডানা মে’লে যায় দিগন্তে যখন
প্রভাতের মতই অমলিন?

ললিত গগন হতে বার হয়ে তারা
বিতরণ করে ভালবাসা
আবারও ফেরে ললিত গগনেই
চিত্তে তখনো তা ঠাসা

অথচ আমরা ভীষণ কৃপণ
যা কিনা বাড়ে ব্যবহারে
তারে অহেতুক জমাই ভাণ্ডারে

না বিলিয়ে সবার মাঝারে।

কোন মন্তব্য নেই: