রবিবার, ডিসেম্বর ২২, ২০১৩

অদ্ভুদ মিলনের গান

লিখেছেন : আঁরো কবিরাজ

ভেবে দেখিনি, তেমন
অনেক দিন দেখা হয়নি
একটা শুকনো পাপড়ি, বট বিস্তারে
শরীর বেড়িয়ে উঠবে, নিউরন মাড়িয়ে
ভাবিনি।
নয়নের কাজল আর লিপষ্টিকের ফেলনাগুলো
রোজ রোজ রাগিয়ে যায়, একান্তে
কোনো উদ্দেশ্যহীন যাত্রার মেলায়
তোমার হাত জড়িয়ে

দেহ জয়ের কালিমা আর ব্যর্থ মৌনালাপ
সময়ের ফাঁকে, নিরিবিলি তোমার আমার
পথ বুনন।
ধৈর্যের জানলায় সন্ধ্যা নামিয়ে
হাত ধরে থাকা, লক্ষ্যহীন পাতা ঝরার প্রহরে
নীরব হয়ে থাকা
চোখাচোখি আলাপন
বিলম্বিত ইশারার বর্ণমালা
আর শ্রাবণের একলা হাতে জল জমানো গল্প
মনে হয়নি এতো বছর পর
ইতিহাস শুকনো পাপড়ির
চোখ ফোটাবে।

কোন মন্তব্য নেই: