রবিবার, ডিসেম্বর ০৮, ২০১৩

যখনি মেঘ ওঠে ভয় হয় ............অরুণ কারফা

যখনি মেঘ ওঠে ভয় হয়
............অরুণ কারফা

যখনি মেঘ ওঠে ভয় হয়
ঢাকা পড়ে যাবে সব তারা,
তোমার আমার সম্পর্ক
যাও বা আছে হবে ছন্নছাড়া।

হয়ত তুমুল বৃষ্টি নামবে
ভিজে যাবে সব গাছপালা,
না পাওয়ার ঐ যাতনা টুকু
তারও নিভে যাবে জ্বালা।

সেইখানেতেই ডর বেশী
যন্ত্রণা বিনা ভালবাসা
সে যে অনেকটাই প্রচেষ্টা ছাড়াই
কিছু পাবার এক উচ্চাশা।


কোন মন্তব্য নেই: