শনিবার, ডিসেম্বর ০৭, ২০১৩

তোমার অশ্রুত বাণী .......অরুণ কারফা

তোমার অশ্রুত বাণী
.......অরুণ কারফা

তোমার অশ্রুত বাণী
শুনব বলে আমি
চেয়ে আছি গগন পানে
মেঘমন্দ্র হয়ে সে আসুক
গুরুগুরু ধ্বনি কানে।

কিঞ্চিৎ ঢেলে বর্ষন আর
কিঞ্চিত হেসে তা বাতাসে
যেন বলে যায়
আমায় কত চায়
বিদ্যুৎ বেগে আকাশে।

সেই ঘোষণার পূর্বেও তুমি
যে ভয়ংকর রূপ দেখাবে
মিথ্যে রাগে প্রবল বেগে
জনপথ সব ভাসাবে।

এমন দিনের জন্যে আমি
প্রস্তুতি সেরে রেখেছি
নবকিশলয়ের সবুজ সংকেত

দেব বলে ঠিক করেছি। 

কোন মন্তব্য নেই: