অনেকদিন ধরেই ভাবি একটা কিছু হয়ত বা পাব,
এক দুই করে শুধু আরো ক’টা দিন গুনে যাব।
যেরকম বরাবর ভাবি কিন্তু বলিনি কাউকে কোনদিন
এই ধরো, নীল খামে যতনে জড়ানো কোন স্বপ্ন রঙিন!
সেটা তো না বলেই আসে সে তুমি চাও বা না চাও
কত না বসন্ত জুড়ে তুমি তার প্রতীক্ষা সাজাও।
ভাঙা গড়া, ওঠা পড়া, কাউকে হারানো বা হেরেভূত
হওয়া;
পেরোতে পেরোতে তবু আশা দিয়ে ভাঙা ঘর ছাওয়া,
যদি বল কি এমন মানে আছে এতসব রক্ত আর
শ্রমসিক্ত ঘামে
সে উত্তর লেখা থাকে চিঠিভরা সেই নীল খামে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন