শুক্রবার, ডিসেম্বর ০৬, ২০১৩

কখন হয় ভোর ....অরুণ কারফা

কখন হয় ভোর
....অরুণ কারফা

কখন হয় ভোর
রাত ঘন ঘোর
সেই আশায় থাকি চেয়ে
প্রদীপের শিখা
যদি দেয় দেখা
তুমি আসলে তা নিয়ে।

তোমার বর্তিকা
কাটিয়ে কুহেলিকা
যদি পথ দেখায় আমায়
বুঝব ললনা
নেইকো ছলনা
সুহৃদই বিপদে দাঁড়ায়

আর তা না এলে
বুঝব তা হলে
দুজনা দুই মেরুমুখি
যখন বয় শোক
চেনা যায় লোক
সবাই আসে যখন সুখী।

অবশ্যই এই চাওয়া
একপেশে পাওয়া
এমন ভেব না তুমি
অলির তরে ফোটে কলি  
কলির তরে আসে অলি

তোমার কষ্ট নিজ ভেবে নেব চুমি।

কোন মন্তব্য নেই: