বনভোজন
চড়ুইভাতি, এই নিয়ে
.....................অরুণ
কারফা
বনভোজন চড়ুইভাতি, এই নিয়ে
করে মাতামাতি, কাটবে শীতটা প্রিয়ে
সকাল হলে কষ্ট করে, ভাবব
শয্যা
ছেড়ে, আজ উঠেই কি
খাব পাত পেড়ে।
মণ্ডা মিঠাই, যাই
বা খাই পেট পুরে
তার কথা মনে পড়বে যে
আছে দূরে
এই হল এক ঋতু
যখন থাকলে
একসাথে মিলে আনন্দ
করে সক্কলে।
শুকনো হলেও জঙ্গল বন বাদাড়
চারিদিকে ভরলেও
গাদা ঝোপঝাড়
উত্তুরে
বাতাসের আমেজ গায়ে এসে
লাগলেই মনে হয়
শীত এলো শেষে।
হিমেল বায়ু আসে
যেমন ঠাণ্ডা নিয়ে
তেমনই চিত্ত
ভরায় খাবার দিয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন