রাত্রি যখন আলোক পায়
আঁধার তখন কদম কদম
পেছন হটে লুকোতে যায়।
সেই মেয়েটা ভোরের আলোয়
উঠেই জড়ায় তাকেই গায়।
ঊঠানে সে দুব্বো খোঁটে,
ফুল দিয়ে এক মালা গাঁথে,
ঠাকুর হেসে সূর্য্য পিঠে
ফুল বাতাসা মূড়কি চায়।
শোবার ঘরের পর্দা সরে
বন্ধ চোখে মন্ত্র ওড়ে
রেড়ির তেলের প্রদীপ জ্বলে
ঘন্টা নড়ে ঘন্টা নড়ে
এইভাবে তার বেলা গড়ায়,
এইভাবে পাপ শেকড় হারায়,
জীবন চলে, জীবন দোলে,
জীবন শাখায় জীবন ফলে।
জীবন যখন ফুরাতে চায়
কদম তলায় সেই ছেলেটি
বাজায় বাঁশী, বাঁশের বাঁশী
দুচোখ মুদে রাধারানী
কৃষ্ণ বলে তাকেই চায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন