সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৩

শতরূপা ও বন্দুক ...

লিখেছেন : জয়া চক্রবর্তী

আমার ঠোঁটে গান পাউডারের ঝাঁঝালো গন্ধ , , ,
বুকে অতল জলের আহ্বান ...
সারা শরীর জুড়ে কচুরিপানা আর শ্যাওলা ,
আমি বড়ই পিচ্ছিল ...কল্পক!
আমি আগুন হয়ে তোমাকে গ্রাস করতে চাই ,
ফিনকি দিয়ে ছোটে শিরশিরে অনুভূতি ,
আমার মন যেন পরিত্যক্ত পোড়োবাড়ি ,
চোখের জল - ধ্বংস ও সৃষ্টির আকুল আকুতি , , ,

তোমার বুকে স্ফুরিত অনাবিল আনন্দ যেন অস্পষ্ট রহস্য , , ,

তোমায় ঘিরে মুহুর্মুহু বদলানো অবিরল ঝাপসা দৃষ্টি , , ,
রক্তপাতে গলা জড়াজড়ি ও সূর্যাস্তের রঙে লেখা সৃষ্টি , ,

কোন মন্তব্য নেই: