লিখেছেন : কিরীটী সেনগুপ্ত
তোমার পাশে ওরা আছে
মাঝেমাঝে আমিও
তোমাদের জন্যে কষ্ট, আর
আজ দুকলম;
জানি, হাঁটলে আরও ভালো হতো
এখন সময়টা মন্দ নয়,
হাল্কা শীত আর মরা রোদের আড্ডাটা
জমে গেছে, মুখরোচকে ইনকার নেই কোনো।
এইতো
তুমি... তোমরা
আজ পাশে আছি, আগেও ছিলাম
ঠোঁট চেপে চোখাচোখি
ইশারাতে তখন
শুধুই ঋতুপর্ণ
আরও একবার দেখে নিচ্ছি
ইতিহাস
খুঁজে পাচ্ছি ভূগোলে
অজন্তা, ইলোরা
আরও একবার মধ্যদেশে
ক্যামেরা
তোমাদের অধিকার আছে
কামের একটা ভার আছে
তোমার পাশে ওরা আছে
আমিও
একটা কলম আছে...
এখন
আমার সময় আছে
পুরনো চটি তো আছে
ঠোঁটের কোণে
হাসিও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন