সোমবার, ডিসেম্বর ২৩, ২০১৩

আমার লেখার স্বরলিপির উপর

লিখেছেন : অরুণ কারফা

আমার লেখার স্বরলিপির ’পর
তুমি বসালে কথা
কমবে একদিন কমলেও ক্ষীণ
হয়ত তাদের ব্যথা।

আমার আঁকা চিত্রপটে
তুমি টানলে তুলি
আশা করি সেদিন হবেই রঙিন
তাদের বেদনাগুলি।

আমার লেখা কবিতাখানা
তুমি পড়লে জোরে
হলেও দেরী বাজিয়ে ভেরী
তারাও এগোবে লড়ে।


তোমার দেখানো আলোয় হাঁটতে
পারলে তাদের সাথে
উদ্ধার সেদিন হবেই জমিন
জীবন যুদ্ধের পথে।

কোন মন্তব্য নেই: