একা থাকলে বসে মাঝে
মাঝে ভাবি
..........................অরুণ
কারফা
একা থাকলে বসে মাঝে
মাঝে ভাবি
তারাদের মাঝেই
কি রয়েছে আমার
হারিয়ে যাওয়া ভালবাসার
চাবি?
যে নয় তেমন উজ্জ্বল
বলে
সচরাচর পড়েনা চক্ষে
তেমন
নিশ্ছিদ্র ঘন আঁধারের
কবলে।
কিন্তু ভেবে
দেখলে তার চরিত্র
সম্পূর্ণ ভাবেই
অন্যদের চেয়ে
গঠনগত ভাবে ছিল
বড্ড সতন্ত্র।
হয়ত সেইজন্যই
সে হল ব্যর্থ
আর পাঁচজনের মত
চলার পথে
খুঁজে না
পেয়ে পানসে জীবনের অর্থ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন