বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০১৩

জিতব এবার তর্কে

জিতব এবার তর্কে
.........অরুণ কারফা

জিতব এবার তর্কে
আগেই জিতেছি ডরকে
কিসের ভয় কিসের শঙ্কা
অবশেষে জিতব সোনার লঙ্কা।

আসল কাজ তো স্বর্ণ লুণ্ঠন
লুটব তারে ইচ্ছে মতন
সীতার উদ্ধার অজুহাত মাত্র
ভরবে আমার ভাণ্ডার পাত্র।

লোকে বলবে উদার চিত্ত যে
জিতেও দেয় না সাজা পরাজিতকে
আসল উদ্দেশ্য রতন চুরি
মিলে যদি তা ঝুড়ি ঝুড়ি।

বিন্দুমাত্র নেই অনুশোচনা
কিসের নীতজ্ঞান কিসের কান্না
জিতলেই তবে লুটব সোনা

সীতার সতীত্ব তারপর বাহানা।  

কোন মন্তব্য নেই: