আমি যারে চাই
..অরুণ কারফা
আমি যারে চাই
আমার জানা নাই
তার পছন্দ ভাল
মন্দ,
শুধু জানি সে
আছে ছদ্মবেশে
মণিকোঠায় সতত
অনন্ত।
কখনো দেখিনি তার
আসল রূপ
জানিনা কী তাই
প্রকৃত স্বরূপ
আর জানিনা কী
দিয়ে সে গড়া,
শুধু জানি তারে
স্থান দিয়েছি
যারে
চাইলেই যায় না সহজে
ধরা।
এরকমই কারও সাথে সময় কাটে
ভাবনাগুলোর আদান প্রদান ঘটে
কারণ সে আমার মানস কন্যা,
নাই বা পেলাম
হদিস তার
মনের সাথে মিল
আছে যার
ধরে নিই শীর্ণ নদীতেই হয় বন্যা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন