বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০১৩

বিবাদীর বয়ান

লিখেছেন : তথৈবচ
ভীষণ মাফিয়া হবো
পুরো অধরার অলিতে গলিতে
আমার ছায়া খুঁজবে ইন্টারপোল আর এফ বি আই
ছবি ছাপবে মোষ্ট ওয়ান্টেড শিরোনামে
কালো সাদা লাল নীল নকশা হবে ধরার জন্যে
হুকুম হবে সংবিধানের চূড়ান্ত ধারায়
শুধু গোপান আততে কিচ্ছু হবে না
রাজনীতির দাঁড়ি কমা বসবে আমার ইচ্ছায়
শহরের রাত জাগা ক্লাব গুলো  
আমার ভাবধারায় বর্ণমালা শেখাবে
হয়ত শরীরের ভেতরের হাঁড়ের নকশা বদলাব

স্রষ্টার ব্যাকরণের একমাত্র নিপাতনে সিদ্ধ হবো আমি
আমার নাম শিরোনাম হবে সব পত্রিকায়
সব্বাই ভয়ে গোলটেবিল বৈঠক হবে
আমার জন্য বরাদ্দ হবে, চুক্তি হবে!  
আত্মসমর্পণের অভিনয় হবে
সানি লিওন আমার কথায় উঁচু দালান থেকে ঝাঁপিয়ে পড়বে
সদ্য শ্রেষ্ট রাজকুমারী আমার কাছে
সৃষ্টির তত্ত্ব শেখাবে
কোল বালিশের উন্মাদনা আর উত্থিত মাংসপিন্ডের চাটচাটিতে
রেতের বানিজ্য হবে
লাসভেগাস অথবা পাটাইয়ার সামান্তরা
শুন্যস্থান ভরবে আমার শব্দে
চৌদ্ধ পুরুষের পাপ ভোগের রায় হবে
জাগতিক যমরাজের একচ্ছত্র পদবীর বলে
সমস্ত পুরাণে আমার নাম বসবে
সব্বাইকে ধর্মগ্রন্থের স্তুতিতে ব্যস্ত রেখে
পর্দার আড়ালে দেবীর সাথে আমার একান্ত বৈঠক হবে
দুই ভিন্ন প্রান্তের প্রাণীর ভাষাহীন ইশারায়
সূত্র আকঁবো সূত্র শেখাবো

সত্যি বলছি, সত্যি বলছি
সময়হীন ধর্ষণের চাপ সহ্য করার পর, পত্রিকার
কোটি তিরস্কার সহ্য করে
আমার সাথে নেহাত অভিনয় চালিয়ে যাওয়া পানিগ্রাহীদের
ঘোড়াদৌড় শেষ করে, আবার যদি জন্মাতে পারি
স্রষ্টা
স্রষ্টা
আমি মাফিয়াই হবো

কোন মন্তব্য নেই: