বুধবার, ডিসেম্বর ১১, ২০১৩

নয়ন ভরা লবন জলে........অরুণ কারফা

নয়ন ভরা লবন জলে
.........অরুণ কারফা

নয়ন ভরা লবন জলে আমার
প্রতিবিম্ব তোমার দেখতে চাই,
হাসির মাঝেই দেখতে তোমায়
অভ্যস্ত কিনা সর্বদা তাই।

সুখের সময় পাই যে তোমায়
অস্বীকার করার উপায় নাই,
দুঃখের খেয়া বাইতে পাশে
তোমায় সঙ্গে পেতে চাই।

বন্যা অথবা খরার কালে
এগিয়ে এসো যে কোন ছলে
ফাগুন কিংবা ভরা চৈতে
যেমন ভরাও সৌরভেতে
বৈশাখ জৈষ্ঠ আষাঢ় শ্রাবনে
তোমায় কাছে পেতে চাই,
সুখের সময় থাক যেখানেই

সম্বৎসর তোমার সঙ্গ চাই। 

কোন মন্তব্য নেই: