শুক্রবার, ডিসেম্বর ২০, ২০১৩

যাতনার ইতিকথা

লিখেছেন : তথৈবচ
আমায় নিয়ে খেলিস ভালো
প্যাচিঁয়ে প্যাচিঁয়ে, তোর ভালো লাগে সেসব
ক্ষেত্রের সীমানা ঘিরে শৈল্পিক ভাব ভঙ্গি
যাতনায় তোর কি আসে যায়?
তোর চোখে নগরীর চাল চলন
চেনা ঘরে লুকিয়ে থাকি বলে
তুই পারিস
রটিয়ে দিতে,
বিবাদী অপবাদ
কাঁদছি না, করুণা হয় তোর
সঙ্গমের মুখ ভেবে
কত আহ্লাদেই চেটে নিস।
এতো খেলিস তাতে স্বাদ ফুরায় না
আর কত?
অফুরান জল নিয়ে বসি
জল কেনার খদ্দের হয়ে
আলোর ছায়ায়, তোর শান্তির ঘ্রাণ হতে।

কোন মন্তব্য নেই: