সোমবার, ডিসেম্বর ০২, ২০১৩

তারা নেই আজ আমার গগনে ...................অরুণ কারফা

তারা নেই আজ আমার গগনে 
...................অরুণ কারফা

তারা নেই আজ আমার গগনে
মেঘেরা ডেকেছে খরা
ভালবাসার জোছনও হারিয়েছে সেখানে
সময়ে না দেওয়ায় সাড়া।

অথচ ছিল জ্যোৎস্না সেদিন
যা করেছিল তারাকে মলিন
এক ফালি তার পড়লেও উঠোনে
ভেজেনি তাতে চিত্তের জমিন

বাতায়ন যেহেতু রেখেছিলেম বন্ধ
রজনীগন্ধা ঢাললেও গন্ধ
চিত্তকে দেয়নি নাড়া,
তা সৌরভ চাউর হতেই
আজ মনে হয়
কাঁদে যেন সর্বহারা,

মেঘেরা ডেকছে খরা।

কোন মন্তব্য নেই: