সাধ আছে সাধ্য নাই
..........অরুণ কারফা
সাধ আছে সাধ্য নাই, তোমার ঐ মুখ
দর্পনেই দেখে তাই, কি যে পাই সুখ
কি করে বোঝাই, অভাগা সত্যি আমি যে
এই টুকু কি বোঝাতে পেরেছি সহজে?
সাহচর্যই যদি না পাই গো তোমার
কর্জ জমতে জমতে হবেনা পাহাড়
সদা হাসি মুখে সে কথাই ভেবে সুখে
থাকব নয় আমি ভুলেই সব দুখে।
কাটে না দিন তুমি বিনা, কাটেনা রাত্রি
এমনই হাল ভাঙা নাওয়ের যাত্রী
তবুও তুমি আছ প্রতি মূহুর্ত্তে সাথে
ছায়াসঙ্গী হয়ে একলা চলার পথে।
একেই বলে বোধ হয় সত্যানুরাগ
পরশ ছাড়াও পাওয়া ফুলের পরাগ।।
..........অরুণ কারফা
সাধ আছে সাধ্য নাই, তোমার ঐ মুখ
দর্পনেই দেখে তাই, কি যে পাই সুখ
কি করে বোঝাই, অভাগা সত্যি আমি যে
এই টুকু কি বোঝাতে পেরেছি সহজে?
সাহচর্যই যদি না পাই গো তোমার
কর্জ জমতে জমতে হবেনা পাহাড়
সদা হাসি মুখে সে কথাই ভেবে সুখে
থাকব নয় আমি ভুলেই সব দুখে।
কাটে না দিন তুমি বিনা, কাটেনা রাত্রি
এমনই হাল ভাঙা নাওয়ের যাত্রী
তবুও তুমি আছ প্রতি মূহুর্ত্তে সাথে
ছায়াসঙ্গী হয়ে একলা চলার পথে।
একেই বলে বোধ হয় সত্যানুরাগ
পরশ ছাড়াও পাওয়া ফুলের পরাগ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন