কি রেখা নিয়ে
জন্মালে হত
................অরুণ
কারফা
কি রেখা নিয়ে
জন্মালে হত
হতভাগ্য খানি মনের
মত
সবারে পেতাম
একসাথে পাশে
হাসতে হাসতে
বিজয় দিবসে।
কি রেখা নিয়ে
জন্মেছি দেখ
মেল বন্ধন
ভাঙতে শেখ
যারা দিল জীবন দেশের
তরে
তারাই হল আজ এক
ঘরে।
তারা যেন আজা
ঝরা পাতা
কিংবা পচা গলা
টুকরো ন্যাতা
কেউ কি তাদের
করবে স্মরণ
মরণকে যারা
করেছিল বরণ।
তারা চায়নি ফুল
বেলপাতা
ছেড়ে গিয়েছিল
সাদা খাতা
সুন্দর ছবি
আঁকার জায়গায়
আমরা ভরিয়েছি
তারে কাদায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন