তার মত যদি
পারতাম হতে
.................অরুণ
কারফা
তার মত যদি
পারতাম হতে
ভয় পেতাম না
সমুদ্রে অথবা
গহন বনের মাঝারে
যেতে।
মনে করতাম গহন
বনের
মাঝারেও আছে
গভীর সাগরেরই
মত
মণি মুক্ত লুকানো
শত।
মনে করতাম
নীলাকাশের
মাঝেই সবুজ
গাছেরা,
ধরে রেখেছে পাখীদের
যেমনটি ঠিক থাকে
সাগরের গর্ভে
মাছেরা।
মনে করতাম উড়ছে
মেঘ আকাশে
যেমন নৌ ভাসে জলেতে
অনায়াসে।
এত সাদৃশ্যর
মাঝেও থাকত
ঠিকই পার্থক্য
থাকলেও অগাধ ঐশ্বর্য
ও
মণি মাণিক্য
সাগরের জল কখনোই
হয়না লাল
গোধূলি লগনে
দিগন্তের
যেমন হয় শুভকাল
সীমন্তে সিঁদুর
দানের মত
নাকি বিরহে
দগ্ধ প্রেমেতে ক্ষত?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন