লিখেছেন : অরুণ
কারফা
আমার ভালবাসার
পাখী
চায় শুধু তারে,
যে ভালবাসে তার
আকাশটারে,
দূরত্ব কমাতে
তাই তো আমি
মেঘ হতে চাই বহু
দূরে
ভাসব আমি শরত
কালে
হাল্কা হাল্কা
দুলকি চালে
হয়ত দূরত্বই
বাড়াতে আবার
ওড়া ভুলে সে বসবে
এসে
সবুজ কোমল
শিউলি ডালে।
ঝরব আমি না হয় তখন
বৃষ্টি হয়ে যৎ
কিয়ৎক্ষণ
ভেজা ফুলের
গন্ধে মেতে
হয়ত দেবে তখনই
সে মন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন