এই পথ একদিন গুল্মলতা, বৃক্ষ হয়ে ছিল।
এই পথ একদিন ধুয়ে ধুয়ে চলে যেত ঢাল বেয়ে
নেমে।
এই পথে একদিন নদী বয়ে যেত
তারও আগে ধূসর অতীতে এখানেই
আনাগোনা ছিল আমাদের।
ঐ বৃক্ষলতা, নদী আরো কিছু বেশীদিন
দেখে যাবো বলে আমরা লড়াই করেছি;
মরে গেছি ঘাসে পিঠ রেখে।
লাশ হয়ে পাশাপাশি জোছনাতে শিশির মেখেছি
ধুলো বা কবরে তার অবশেষ আছে।
আমাদেরই কেউ কেউ যাদুঘরে
এখনও অবাক চোখে জেগে আছে ইতিহাস হয়ে।
এই পথে স্বপ্ন ছিল, হাতছানি ছিল,
শেকলের ভার বয়ে কত মুক্তি এই পথে
চলে গেছে দাসত্বের দিকে সংখ্যাহীন।
শুধু পথ তবু পথ হয়ে আছে;
আর আমরা পথিক বোধিবৃক্ষ খুঁজি।
সুরঞ্জনা, যেতে দাও নির্বাণের কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন