মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০১৩

কথার কথা/ মনোবর

একটি কথায় ক্ষুব্ধ হলাম, একটি কথায় অবাক!
কথার কলার ধরব বলে অমনি হলুম সবাক।

একটি কথায় মুগ্ধ হলাম, একটি কথায় ভারী,
আবার যদি অমন বলো করেই দেব আড়ি।

একটি কথায় স্নিগ্ধ হলাম, কথাই দখিন হাওয়া,
দগ্ধ দিনে হাঁকুস পাকুস প্রাণটি ফিরে পাওয়া।

একটি কথায় উদাস হলাম, থমকে ফিরে চাওয়া,
গড্ডলিকার দিনগত পাপ করছে জীবন ধাওয়া।

একটি কথায় অবশ হলাম সব পেয়েছির ফাঁদে,
একটি কথায় তোমায় দেখি মুখ ঢেকেছ চাঁদে।

একটি কথা গোপন খুবই, একটি কথা দামী;
একটি কথায় হতেও পারি হয়ত তোমার আমি।
                                  -



কোন মন্তব্য নেই: