সোমবার, নভেম্বর ২৫, ২০১৩

ঘাতক/ মনোবর

তুমিই কি দীর্ঘ তরুছায়া, অলস পুকুর পাড়,
টুপ করে ঝরে পড়া কুল, শিশিরে ভেজান পদ্ম,
আঁশফল, আমের পল্লব, শেষ বিকেলের রোদ
আর ঘাসের ডগার কথকতা?
তুমিই কি ঝিলমিল, আলো সরোবরে মাখামাখি?
 মৎসকন্যা, ঠাকুরমার ঝুলি, দেবদাস চারুলতা
অথবা ভেসে যাওয়া বুনোলতা জোয়ারের স্রোতে?
তুমিই কি সারা হিমরাত্রি জুড়ে কুয়াশা ছড়াও পথে পথে?

দূর থেকে ভেসে আসা নিশির ডাকের মতন
তুমিই কি শরবিদ্ধ করেছ আমায়?
অমোঘ রক্তজোছনায় ভেসে যায়
হৃদপিন্ড, মস্তিষ্ক, পাকস্থলী

ভাঙ্গা স্বরে অস্ফুটে তোমার কথাই তবু বলি।

কোন মন্তব্য নেই: