কবি : শঙ্খ
ঘোষ
হাল্কা করে কথা বলো, নইলে আমি শুনতে পাই না।
ভয়ে আমার কান বধির হয়ে আছে।
অন্ধ হয়ে আছে চোখ
নিজেরই ছায়ার মধ্য দিয়ে গড়িয়ে যাচ্ছে শরীর
চিমনির ভিতরে হলাহল
পাতায় পাতায় ঝরে পড়ছে ফেনা। হে প্রকৃতি,
হে পুরুষ
হে উদাসীন মানচিত্র, হে প্রবাহ
এরও জেগে উঠবে একটি দুটি গন্ধরাজ, মনে রেখো
নিঃশ্বাসের জন্য এই অসাড় আঙুল দিয়ে আঁকড়ে ধরেছিলাম ন্যুনতম ঘাসবিন্দুটুকু।
হাল্কা করে কথা বলো, নইলে আমি শুনতে পাই না।
ভয়ে আমার কান বধির হয়ে আছে।
অন্ধ হয়ে আছে চোখ
নিজেরই ছায়ার মধ্য দিয়ে গড়িয়ে যাচ্ছে শরীর
চিমনির ভিতরে হলাহল
পাতায় পাতায় ঝরে পড়ছে ফেনা। হে প্রকৃতি,
হে পুরুষ
হে উদাসীন মানচিত্র, হে প্রবাহ
এরও জেগে উঠবে একটি দুটি গন্ধরাজ, মনে রেখো
নিঃশ্বাসের জন্য এই অসাড় আঙুল দিয়ে আঁকড়ে ধরেছিলাম ন্যুনতম ঘাসবিন্দুটুকু।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন