একফালি জ্যোছনা
ভেঙে দিয়ে
ঘরখানা
নতুন করে দিতে
গড়ে
আর রাজী হল না।
একখান প্রকাণ্ড
ঝড়
ধ্বংস করেও
কুটীর ঘর
সারাক্ষণ রইল
এমন
যেন ভাঙল
খেলাঘর।
বিশাল পাহাড়
অতিশয়
দিতে চাইলেও
আশ্রয়
তার সৌন্দর্য আর
শৌর্য
মনে জাগায় ভীষণ
ভয়।
প্রকৃতির থেকে
সরে এসে
এই কিনা দশা
শেষে
হয়তা বা পারব না
আর ফিরতে
তার দেশে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন