লিখেছেন : অরুণ কারফা
তার কলমটা যেন প্রদীপের শিখা
চলনে লেখনে ছড়ায় আলোর রেখা
নয়ন থাকতে যাদের নয়ন নাই
তাদের কদমেই সে ফেলে রোশনাই।
তেমনি কলম আছে বহু এমনই
যা দ্বারা পূজিত হয় শুধু দেবতাই
তেলা মাথায় তেল দিয়ে ফিরে তারাই
ভুখা রাখে যারা আছে তেমনি ভুখাই।
জলাঞ্জলি দিয়ে সাধারণের প্রগতি
আসলে তারা করে যায় নিজ উন্নতি
ও ক’জনের সাফল্যকে প্রচার করে
পুরো দেশের উন্নতি বলে জোরে জোরে।
বল শ্রমিক বল মজুর বল চাষা
এই সাফল্য কি মেটায় দশের আশা?
তার কলমটা যেন প্রদীপের শিখা
চলনে লেখনে ছড়ায় আলোর রেখা
নয়ন থাকতে যাদের নয়ন নাই
তাদের কদমেই সে ফেলে রোশনাই।
তেমনি কলম আছে বহু এমনই
যা দ্বারা পূজিত হয় শুধু দেবতাই
তেলা মাথায় তেল দিয়ে ফিরে তারাই
ভুখা রাখে যারা আছে তেমনি ভুখাই।
জলাঞ্জলি দিয়ে সাধারণের প্রগতি
আসলে তারা করে যায় নিজ উন্নতি
ও ক’জনের সাফল্যকে প্রচার করে
পুরো দেশের উন্নতি বলে জোরে জোরে।
বল শ্রমিক বল মজুর বল চাষা
এই সাফল্য কি মেটায় দশের আশা?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন