লিখেছেন : এম,ডি রাসেল
আজ আমি কতদূর যেতে পারি।
আমার নিভৃত্ত্য গ্রাম,শান্ত নদী।
আর পল্লী গাঁয়ের, সেই উদাস মেয়েটি।
আমাকে যেতে দিবে কি ?
নদীর ওপারে কাঁশফুল।
ঝাউয়ের বনে, সাদা সাদা বকের আনাগোনা।
আর নদী পারাপারের সেই মাঝি,
আমাকে যেতে দিবে কি ?
গ্রামের দুরন্ত বালকের দস্যি পনা।
আজ আমি কতদূর যেতে পারি।
আমার নিভৃত্ত্য গ্রাম,শান্ত নদী।
আর পল্লী গাঁয়ের, সেই উদাস মেয়েটি।
আমাকে যেতে দিবে কি ?
নদীর ওপারে কাঁশফুল।
ঝাউয়ের বনে, সাদা সাদা বকের আনাগোনা।
আর নদী পারাপারের সেই মাঝি,
আমাকে যেতে দিবে কি ?
গ্রামের দুরন্ত বালকের দস্যি পনা।
আর মোহন বাউলের একতারার সুর।
নদীর জোয়ার-ভাটার কলতান।
আমাকে যেতে দিবে কি ?
সবুজে সবুজে সমারহ,
আমার দেশের সিন্ধ মাটি।
আর বাংলা মায়ের আঁচলের বন্ধন!
আমাকে যেতে দিবে কি ?
আমি আর কতদূর যেতে পারি !!
------------------------------
উৎসর্গ:- (লেখক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় কে .........)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন