রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৩

আমি ভালো নেই...

লিখেছেন : অরবিন্দ দত্ত

 
এক দিন চলে যাব এই পৃথিবী ছেড়ে
নিয়ে এক রাশ দুঃখ, অভিমান।
পারিনি দিতে কিছুই, নিয়েছি সব,
স্বার্থপর হয়েছি যখন, পেয়েছি সব।
অত্যাচার, অবিচার দেখেও
দেখি নাই কোনকিছুই,
আমি ভালো আছি
আর, গোল্লায় যাক সবকিছু।

দেখেছি ফুটপাথে
কাঁদছে পথ শিশু, তবু
ভাবিনি কোনকিছুই,
আমি ভালো আছি, শুধু
ভেবেছি এইটুকু।
সকালের সংবাদপত্রে দেখেছি খবর,
রয়েছে ধর্ষণ, খুন আর জ্বালাময়ী ভাষণ।
বিকেলে আফিস ফিরতা বাড়ির পথে
থমকে দাঁড়ালাম মিছিল দেখে।
অনেক চেনা মুখ ছিল সেই মিছিলে
তাঁদের হাতে ধরা ছিল 
প্রতিবাদী পোস্টার।
তাতে লেখা ছিল- খুনি
ধর্ষণকারীর শাস্তি চাই ...
এক চেনা মুখ হাতনেড়ে
ডাকল আমাকে,
না দেখার ভাণকরে, মুখ
ফিরিয়ে নিলাম অন্যদিকে।
ভাবলাম, আমিতো ভালো আছি
তাই, যাব কেন ওই মিছিলে.....

কোন মন্তব্য নেই: