আমি খোঁজে আছি তার
চিত্ত যার উদার
হৃদয় তারই হবে
দৃঢ় বিশ্বাস তবে
আকাশের মত বিস্তৃত
শাখাদের মত সংহত
পাহাড়ের মত সুদৃঢ়
বনানীর মত নিবিড়
দেখা পাব ঠিকই তার
মীনাক্ষী হবে যার।
ওর ধারে কাছে
মানাবে কি আর আমাকে
নাই যদি বই
ঝর্ণার মত সাবলীল
নাই যদি হই
সলিলের মত ফেনিল
নাই যদি উড়ি
মুক্ত আকাশে নীল
শুভ্র মেঘে ভেলার।
এই বাদানুবাদ ও তর্ক
মনস্তত্বের পার্থক্য
হয়ত সবই মনগড়া
তা আর যাবে কি করা
সব ঝর্ণায় থাকেনা জল
সব গাছেতে ধরেনা ফল
আর সব মেঘও দেয়না বৃষ্টি
সব জোড়া করে না প্রেমের সৃষ্টি
তবুও লাগে তারাও চমৎকার।
চিত্ত যার উদার
হৃদয় তারই হবে
দৃঢ় বিশ্বাস তবে
আকাশের মত বিস্তৃত
শাখাদের মত সংহত
পাহাড়ের মত সুদৃঢ়
বনানীর মত নিবিড়
দেখা পাব ঠিকই তার
মীনাক্ষী হবে যার।
ওর ধারে কাছে
মানাবে কি আর আমাকে
নাই যদি বই
ঝর্ণার মত সাবলীল
নাই যদি হই
সলিলের মত ফেনিল
নাই যদি উড়ি
মুক্ত আকাশে নীল
শুভ্র মেঘে ভেলার।
এই বাদানুবাদ ও তর্ক
মনস্তত্বের পার্থক্য
হয়ত সবই মনগড়া
তা আর যাবে কি করা
সব ঝর্ণায় থাকেনা জল
সব গাছেতে ধরেনা ফল
আর সব মেঘও দেয়না বৃষ্টি
সব জোড়া করে না প্রেমের সৃষ্টি
তবুও লাগে তারাও চমৎকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন