রবিবার, আগস্ট ২৫, ২০১৩

নিশুতি রাতের গভীর ক্ষণে তোমায় --- লিখেছেন অরুণ কারফা

নিশুতি রাতের গভীর ক্ষণে তোমায়
পড়লে মনে চিত্ত কেঁদে ওঠে ব্যথায়
খোলা থাকে আমার অশান্ত দুটি আঁখি
ঘুম ভুলে গিয়ে জেগে জেগে স্বপ্ন দেখি।
তুমি ছাড়া কেউ সেখানে আসেনা বলে
কথাগুলো সব থাকে না মনের কোলে
অথচ থাকলে সে সব কথা স্মৃতিতে
বলতেম আমি তোমায় পেলে নিভৃতে।

স্বপন যে কয় মনের কথন তাই
ইচ্ছে হয় তাতে ঘন ঘন ফিরে যাই
অথচ সে কিনা যখন যাবেই ফিরে
আমার নীড়ে কেন আসে অমন করে?
জীবনটা যদি হত শুধুই স্বপন

তখনও কি সে পেত এত আপ্যায়ন?

কোন মন্তব্য নেই: