এমনই এক আষাড় দিনে
তুমি এসেছিলে আমার মনে
এমনই যেদিনে আকাশ মেঘলা
যে খেলার শুরু আছে
কিন্তু শেষ নাই
ভালবাসাই রয়েছে
হিংসা বা দ্বেষ নাই
যে খেলার অবশেষ
সুন্দর এক রেশ
সেই খেলাটিতে মেতে
তোমারই থেকে সাথে
কেটেছে যে কত বেলা
ভাসিয়ে দিয়েই ভেলা
অথচ হয়েছি এসে
যাত্রা হলেই শেষে
অন্তিমে সেই একেলা
ফুরল যেই খেলা;
সেটা কি শুধুই
আকাশ কুসুম স্বপন?
থেকে গেছি এখনো
একেলা সেই যখন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন