রবিবার, আগস্ট ২৫, ২০১৩

আমার বুলবুলির গল্প --- লিখেছেন বুলবুলির রুপকথা



শোন বন্ধু শোন -----
আজকে বলি চুপিচুপি
আমার বুলবুলিটার গল্প .....
অনেক আগে যখন আমি
ইস্কুলেতে যেতাম
বাচ্ছা বুলি পড়ল
খসে মাটির পড়ে ধপাঙ |
মা আমার কুড়িয়ে নিল
ছোট্ট বুলি টাকে
পলতে করে দুধ খাওয়াত
যত্নে তারে রেখে |
যেমনি আমি ঘরে ঢুকতাম
অমনি উড়ে এসে
কাঁধে আমার বসত সে যে
পরম ভালোবেসে |
ঘাড় ঘুড়িয়ে চোখ নাচিয়ে
বলত মনের কথা |
কী সুন্দর গান গাইতো
দুলিয়ে ছোট্ট মাথা |

একদিন ওই বুলিটার গায়
হলো একটা ক্ষত ....
ধীরে ধীরে বুলি
আমার চুপ করেই যেত |
কোথায় গেল ঘাড় ঘোরানো
কোথায় গেল গান ,
একদিন সে চলে গেল
নিয়ে আমার প্রাণ |
ও বুলিরে এখন তোকে
ভুলতে পারি না যে |
চোখের জল অমনি পড়ে
                          মন লাগে না কাজে ||

কোন মন্তব্য নেই: