আমি হব চন্দ্রের মত স্তব্ধ
সূর্যের মত নির্লিপ্ত
আকাশের মত হব বিস্তীর্ণ
সাগরের মত বিক্ষিপ্ত।
আমার বুকে ভ্রমণ করবে
স্বাধীন বলাকারা নিত্য
তারা হবে সম্পদ আমার
মাধ্যম আমি নিমিত্ত।
ঝড় ঝঞ্ঝা বৃষ্টি গেলেও
আমার উপর দিয়ে
আমি থাকব উদার চিত্তে
এদের সকলকে নিয়ে।
জাগাব আশা পৃথিবীর বুকে
সাম্য আনার দিশায়
ঝলসে দেব সকল শোষন
আমারই ত্রিসীমানায়।
আমাকে ডাকবে না আছের দল
তাদের মিত্র নই
আমাকে পাবে নেইয়ের সকল
আমি যে বন্ধু হই।
সূর্যের মত নির্লিপ্ত
আকাশের মত হব বিস্তীর্ণ
সাগরের মত বিক্ষিপ্ত।
আমার বুকে ভ্রমণ করবে
স্বাধীন বলাকারা নিত্য
তারা হবে সম্পদ আমার
মাধ্যম আমি নিমিত্ত।
ঝড় ঝঞ্ঝা বৃষ্টি গেলেও
আমার উপর দিয়ে
আমি থাকব উদার চিত্তে
এদের সকলকে নিয়ে।
জাগাব আশা পৃথিবীর বুকে
সাম্য আনার দিশায়
ঝলসে দেব সকল শোষন
আমারই ত্রিসীমানায়।
আমাকে ডাকবে না আছের দল
তাদের মিত্র নই
আমাকে পাবে নেইয়ের সকল
আমি যে বন্ধু হই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন