বৃহস্পতিবার, আগস্ট ০১, ২০১৩

~ ছক ছাড়া ~

চেনা ছকের বাইরে
ভেবেছো কখনও !
অনুশীলন ছাড়া 
আয়োজনের দুঃসাহস
ছিল কি কোনদিনও !
আজ ক্ষনিকের তরে
চোখ মেলে দেখো !
কবি না হলেও
কাব্য করা যায়
কবিতা চায় ভাবনা !
চেনা ছকের বাইরে
কল্পনার জল্পনা !-০১.০৮.২০১৩

কোন মন্তব্য নেই: