গান ধরো রে বাউল সুরে গাও রে মাটির গান ! তোমার পরান আমার পরান আলি-কালি'র দান ! কে বা মোল্লা কে বা হরি কিসের ব্যবধান ! গান ধরো হে বাউল সুরে গাও রে মাটির গান !-০১.০৮.২০১৩
(বাউল গানের নেশায় অনেকদিন নেশাতুর আমি ,আগেও লিখেছি !আবারও লিখলাম,একটি বাউল গান !)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন