সৃষ্টির মাহাত্ম্য বুঝবে কি
অনুভবে
সে, সবার থেকে ছিনিয়ে নিয়ে
আনন্দ
যে মানুষে, মেতে আছে ধংসেই নীরবে
দুর্বৃত্তের ন্যায় হারিয়ে
চলার ছন্দ?
সে থেকে তার আপন রচিত
পৃথ্বীতে
চেষ্টা ক’রে অন্য সবারে
করতে হেয়
আর পচা গলা শবে শায়িত
চিতাতে
প্রাণ হারিয়েও তবু হতে চায় শ্রেয়।
সুতরাং বিফলতাই পায় অশরীরী
পরপারেও সেই ঘুমন্ত দুনিয়ায়
পরাণ ছেড়ে ছেড়েও প্রাণের নগরী
বদ অভ্যাস যে ছাড়তে পারে না
হায়।
অপর কে করে ক্ষুদ্র নিম্ন প্রতিপন্ন
উচ্চতা পাওয়ার প্রচেষ্টাই
জঘণ্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন