সোমবার, আগস্ট ১২, ২০১৩

আমি হতে চেয়েছিলেম এমন নদী ... লিখেছেন অরুণ কারফা

আমি হতে চেয়েছিলেম এমন নদী
মোহানায় গিয়েও যার থামেনা গতি
সাতটি সাগর পেরিয়েও এক রত্তি
থাকবে রেখে ঢেকে তার আসল মতি।

আমি হতে চাইনা আকাশের বাদল
উঠতে বসতে ঘুরছে যারা সদল
কোন রকমে এক টুকরো গেলে ছুটে
বিন্দু বিন্দু হয়ে পড়ছে ধারায় টুটে।

আমি হতে চাইবনা সুবাসিত ধান
বিত্তবানেরাই যার শুধু পায় ঘ্রাণ
তার চেয়ে বরং হয়ে মোটা কাপড়
জড়াব সর্বসাধারণেরই কোমর
তাতে যদি হই ঘর্মাক্তও সারা গায়ে

ভাবব দিচ্ছি প্রাণ দেশমাতার পায়ে।

কোন মন্তব্য নেই: