মঙ্গলবার, আগস্ট ১৩, ২০১৩

অন্তহীন ~ লিখেছেন গৌরব বন্দ্যোপাধ্যায়

রাত তোমার
আঁধার তোমার !
স্মৃতি তোমার
অনিদ্রা তোমার !
শুধু ক'টা মুহূর্ত
ঋণ করবো !
দু'চোখের পাতা
এক করবো !

কোন মন্তব্য নেই: