তোমার হৃদয় ফেলে যেখানে নোঙ্গর
শান্ত হয় সেই কুলেও অশান্ত ঢেউ
কুল ছেড়ে এলে বাগেও, আসে ভ্রমর
চারিধারে যেন তুমি ছাড়া নেই কেউ।
তোমার চিত্ত যেখানে সাজায় পসরা
জুটে যায় শত শত যত প্রশংসক
তুমি তৈরি করে তাদের এক খসরা
বিদেয় কর যাদের ভাব নিরর্থক।
বোঝা পড়ার এই যে হিসেবের মাঝ
রয়ে যায় কোথাও ঠিক একটা ফাঁক
খোঁজা আর বুজা যা এক কঠিন কাজ
তুমি চাও না তা প্রেমীদের মাঝে থাক।
প্রকৃত প্রেম কি তাহলে তারেই কয়
যোগ সূত্র যেখানে নিখুঁত মনে হয়?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন