সোনার মোহর না পারলেও দিতে
সোনা অবশ্যই পারি দিতে
একবার যদি হাত দুটো বাড়িয়ে
সোনালি গাঁদা তুমি তুলে নিতে।
রৌপ্যমুদ্রা না দিতে পারলেও
রুপো অবশ্যই পারি দিতে
একটিবার যদি সঙ্গে আমার
রক্তে আমার থাকলেও অনীহা
সাজাতামই তোমারে রক্তিমেতে
যদি শান্ত মনে গোধূলি লগনে
নিজেরে তুমি পারতে দেখতে।
আর যদি তুমি রাজী হয়ে বসতে
আরও কিছুক্ষণ নদীর তটে
ঝর্ণার মতই জ্যোৎস্না বয়ে
দুগ্ধের প্রলেপ দিত শ্রীতে।
কিন্তু তুমি হলে গুণের পূজারি
রূপ চর্চা চাওনা করতে
সূর্যের মত ঝলসে দিয়ে
চাও প্রতিষ্ঠা নিজের পেতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন