মঙ্গলবার, আগস্ট ২০, ২০১৩

ক্যাপচা এন্ট্রির কাজ করে প্রতি মাসে ৩,০০০-৫,০০০ টাকা আয় — লিখেছেন তনবির ৭৮৬

আসসালামু-আলাইকুম । সবাইকে সালাম ও সুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। ঘরে বসে Qlink server এ কাজ করে প্রতি  ,০০০ Captcha Type করে ৬০ টাকা আয় করুন। রাতে Dollar Rate বেশি থাকে। রাত ১১ থেকে রেট অনেক ভাল পাওয়া যায়। প্রতিটি ক্যাপচা ১৫ সেকেন্ডের মধ্যে লিখতে হবে। বার বার Timeout করলে Account Banned হতে পারে। যদি কোন ক্যাপচা বোঝা না যায়,তবে যতটুকু বোঝা যায় ঠিক ততটুকু লিখে Enter দিবেন।
Minimum ৮০০ ক্যাপচা এন্ট্রি টাইপ করলেই টাকা তুলতে পারবেন।

বিকাশ অথবা ফ্লেক্সিলোড করে টাকা দেওয়া যাবে।
প্রতি সোমবার Payment দেওয়া হবে।
Server name — http://qlinkgroup.com/
qlink er official software download – http://qlinkgroup.com/op/download
ID নিতে যোগাযোগ করুন Skype id- tanvir.hasan32

কোন মন্তব্য নেই: