আমরা দুজনেই মহাকালের যাত্রী
থাকতে পারি না একেলা অন্যরে ছেড়ে
সকাল দুপুর সন্ধ্যা বিকাল ও রাত্রি
একসঙ্গে ঘুরছি সর্বত্র জোড়ে জোড়ে।
আমরা হইনা শ্রান্ত, আমাদের নেই
ক্লান্তি আমাদের নেই অহংকার ভ্রান্তি
আমরা যে চাই ত্যাগের মহিমাতেই
অথচ যদি প্রশ্ন কর কতটা চিনি
একে অন্যকে, বলি প্রয়োজন কি তার
লক্ষ্যর চেয়ে উপলক্ষ্য তো নয় জানি
বড় তাই তার ভাবার কি দরকার।
কালের স্রোতে ভাসমান আমরা দুটি
খণ্ড, যাদের পরিচিতি ত্যাগের জুটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন