এখন আর স্বপ্ন দেখি না!
মেয়ের হ্যান'ব্যাগে ওষুধের খালি প্যাক দেখে বুঝি
এখন ও স্বপ্ন দেখতে শিখছে, সতর্কভাবে -
সচেতন কিছু স্বপ্ন।
এখন আর স্বপ্ন দেখি না!
শিশিরভেজা ঘাসের ওপর দিয়ে
খালি পায়ে হাঁটার স্বপ্ন।
এখন আর স্বপ্ন দেখি না!
মেয়ের হ্যান'ব্যাগে ওষুধের খালি প্যাক দেখে বুঝি
এখন ও স্বপ্ন দেখতে শিখছে, সতর্কভাবে -
সচেতন কিছু স্বপ্ন।
এখন আর স্বপ্ন দেখি না!
শিশিরভেজা ঘাসের ওপর দিয়ে
খালি পায়ে হাঁটার স্বপ্ন।
এখন আর স্বপ্ন দেখি না!
নারী আজ নদী হতে ভুলে গিয়ে
মুখ ফিরিয়েছে অর্ধেক আকাশের দিকে।
কেবল, যখন চায়ের দোকানের ছেলে
হাঁ করে তাকিয়ে থাকে ভোরের শিশু-সূর্যের দিকে -
তখন, চুপি চুপি বলি, ওটা স্বপ্ন নয় রে বোকা ছেলে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন