সঙ্গিনী-"রাধে" --- লিখেছেন গৌরব বন্দ্যোপাধ্যায়
তোমার বুকের
কোনো এক
নিভৃত কোনে !
দেবে আমাকে
একচিলতে
বেঁচে থাকার মানে !
খুঁজে নেবো জীবন কে
শুধুই তোমার টানে!
ভাসিয়ে জীবন ভেলা উজানে
খুঁজে নেবো ভালবাসার মানে!
যদি তুমি থাকো পাশে
দেবে নাকি সঙ্গ
হবে নাকি সঙ্গিনী-"রাধে"!
1 টি মন্তব্য:
গৌরব, কোনো লেখা পোস্ট দেবার সময় লক্ষ্য রাখা প্রয়োজন সংশ্লিষ্ট ব্লগের অন্য ব্লগগুলি কীভাবে বিন্যস্ত হয়েছে। এমনকি তোমার পূর্বের লেখাটিই বা কীভাবে প্রদর্শিত হচ্ছে সেটা লক্ষ্য রাখতে হবে। লেখা পোস্ট দেবার পর দেখে নাও ঠিকভাবে প্রদর্শিত কি না। প্রয়োজনে সম্পাদনা করে পুনরায় পোস্ট দাও। পোস্টের চারধারে সাদা শেড চলে আসছে কেন। শেড মুক্ত করতে হবে। নীচের মতো ধাপে ধাপে পোস্ট দাও।
১. লেবেল ঠিক করো (কোন বিষয়ে লিখছ সেটা ঠিক করতে হবে। ডানদিক দেখো)
২.শিরোনাম লেখো শিরোনামের জায়গায়। সঙ্গে --- লিখেছেন বলে লেখকের নাম লিখতে একই বক্সে।
৩. নীচের বড়ো বক্সে তোমার লেখা কপি/পেস্ট করো অথবা কম্পোজ করো।
৪. উপর থেকে কমপক্ষে ছয়/সাত লাইনে মাউস কারসার রেখে জাম্প ব্রেক আইকনে ক্লিক করতে হবে।
৫. ফন্টের সাইজ ঠিক করে দাও। অতি বৃহৎ সিলেক্ট করে দাও। আইকনটি বামদিকে আছে।
৬. Publish/প্রকাশে ক্লক করো।
৭. ব্লগ দেখুন আইকনটিতে ক্লিক করুন।
এই ব্লগটি আমি তৈরি করেছি ঠিকই। এই ব্লগটি তোমাদেরও অংশীদারিত্ব আছে। দু-হাত দিয়ে আগলে রাখতে হবে। কোথাও যেন ছন্দপতন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আরও সৌন্দর্য বৃদ্ধির জন্য সজাগ থাকতে হবে। এর সঙ্গে এটাও মনে রাখতে হবে এই ব্লগটি শুধু কবিতার ব্লগ নয়। গদ্যও লিখতে হবে। সাম্প্রতিক বিষয়ের উপর আর্টিকেল লিখতে হবে।
একটি মন্তব্য পোস্ট করুন