বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০১৩

শরীর জাগিছে তাহাদের --- রাজর্যি রায়


শরীর জাগিছে তাহাদের
নিচে বেঁচে থাকে চিহ্নেরা - অজস্র,
ঈপ্সিত শব্দের কামড়ের।
থ্যালামাসে প্রার্থনা, জল্পনা জাল বোনা, অবশেষে এক দিন পাইনিয়ালের আদেশ -
আজ থেকে সব খেলা শেষ।

মর্ত্যের মমিদের সাথে বসে সারাবেলা অবহেলা-অমৃত সিনান!
এই স্বাধীনতা, তোতাপাখি-কথা, ক্লীব কলিকাতা
...
তোমাদেরই থাক, নাড়ী কাটে কষ্ট, নীড় আজ নষ্ট
প্রযুক্তি-দধীচি খুঁজে মরে নীলাভ রোদ্দুর, মহাবিস্মিত গ্রহণীতে অবাক বিষপান
...
তাহাদের,
 ও সুন্দর, নিরন্তর।
ব্যাঙ্গমা-যণ্ত্র, যেন ফুসমণ্ত্র, ঠিক নিয়ে যাবে সেই দিন -
দেনা করে অভিনয়, শৈশব বিক্রয়, শহরের শীৎকার

হাড়-সদাগর, আর তার কার্বন-লেনদেন
...
পিছনে পড়ে থাকে, এসব, সময়েরই বাঁকে
আজ, শরীর জাগিছে তাহাদের, তারাদের।

কোন মন্তব্য নেই: