আজ একটা চিঠি
লেখার আয়োজন করেছিলাম
বহুদিন কোনো আলাপ
নেই তো !
উভয় পক্ষই
কেমন যেন
হারিয়ে ফেলেছে
মনের ঠিকানা !
কাগজ কলম দোয়াত
ছিল সকল আয়োজন !
লিখে ফেলেছিলাম
প্রায় সকল না বলা কথা
যত অব্যক্ত
যা কিছু অনুক্ত
তোমার-আমার মাঝে !
কিন্তু
না-
আমি পারিনি
সেই চিঠি
তোমার কাছে পৌছে দিতে !
সুদীর্ঘ এই বিরহ রজনী
তোমার সেই শেষ চিঠি'টা
কোনকিছুই তো নেই !
আমি যে সেসব
হারিয়ে ফেলেছি
সময়ের সাথে সাথে
হারিয়ে ফেলেছি
তোমার ঠিকানা'টাও !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন