যতই চাবুক হাঁকাও
শৈশব ফিরে পাবে নাকো আর!
এ ধূ ধূ বিস্তীর্ণ জলসংসার
নক্ষত্রমন্ডলীর কাঁচ চুরমার হাসি
শৈশব ফিরে পাবে নাকো আর!
এ ধূ ধূ বিস্তীর্ণ জলসংসার
নক্ষত্রমন্ডলীর কাঁচ চুরমার হাসি
আর যত ভুলভাল সম্পর্কসকল
অস্ত সময়ের সমস্ত প্রচেষ্টাও
রেখে আসে কুন্ডনাভিতে।
ঐ শেষে আঁকাবাঁকা দিগন্তরেখায়
বসে তুন্ড হাসিতে
উচ্চকিত উচ্চ বিচারক,
যতই বিছাও চমকানো ছলনার জাল
এ ডাল ও ডাল পার বিড়ালী কৌশলে;
থামের অন্তরালের সে ব্রহ্মবাণ
দুঃস্থ খামার গান, লুকোনোই থাক
দেবনাগরী শলাকার অন্তশূন্য মায়ায়।
যতই আমাকে দাও পাগল খেতাব
রেইনকোট ছুঁড়ে ফেলে বৃষ্টিসিক্ত গুহায়
একদিন ঐ ঠোঁট, ঐ মুখ আসবেই
ভাসবেই. চিরসবুজ এ হস্তরেখায়।
যতই মাখাও সান্ধ্যরত্নে মিনতি অন্তরা
যত্নে রাখা সে কিশোরী মন্তাজ
ফেরাব না আর!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন